সিলেটের ১৪ ইউএনও বদলি, কে কোন উপজেলায়
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৮:০৬:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে কর্মস্থলে এক বছরের বেশি সময়ের দায়িত্ব পালন করছেন এমন উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই নির্দেশ অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় পর্যায়ে ৮ বিভাগের ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব পাঠিয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের ১৪ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছেন। গত বৃহস্পতিবার এ প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি।
সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও লুসিকান্ত হাজংকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায়, গোলাপগঞ্জের ইউএনও মৌসুমী মান্নানকে সুনামগঞ্জ সদর উপজেলায়, বিয়ানীবাজারের ইউএনও আফসানা তাসলিমকে জকিগঞ্জ উপজেলায়, জকিগঞ্জের ইউএনও এ কে এম ফয়সালকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বদলি করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জের দিরাইয়ের ইউএনও মাহমুদুর রহমান মামুনকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়, সদরের ইউএনও সালমা পারভীনকে তাহিরপুর উপজেলায়, শাল্লার ইউএনও আবু তাহেরকে মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায়, তাহিরপুরের ইউএনও সুপ্রভাত চাকমাকে বড়লেখা উপজেলায় বদলি করা হয়েছে। হবিগঞ্জের মাধবপুরের ইউএনও মনজুর আহসানকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায়, সদরের ইউএনও আয়েশা আক্তারকে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বদলি করা হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মাহমুদুর রহমান খোন্দকারকে দরাই উপজেলায়, শ্রীমঙ্গলের ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুনকে গোলাপগঞ্জ উপজেলায়, জুড়ীর ইউএনও রঞ্জন চন্দ্র দে-কে হবিগঞ্জ সদর উপজেলায়, বড়লেখা ইউএনও সুনজিত কুমার চন্দ্রকে কোম্পানীগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।