নাব্যতা সংকট : গোয়াইন, পিয়াইনে বন্ধ নৌ চলাচল
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৮:২৬:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বাদিং চার্জ পয়েন্ট বাউরবাগ হতে রানিগঞ্জ পর্যন্ত গোয়াইন, পিয়াইন ও ডাউকি নদীর বিভিন্ন জায়গায় নাব্যতা না থাকায় নৌচলাচল বন্ধ রয়েছে। গত ১৮ অক্টোবর খননের জন্য আবেদন করা হলে এখনও কোন সুরাহা পাওয়া যায়নি।
জানা যায়, গোয়াইনঘাটের আভ্যন্তরীণ নদীগুলোতে নাব্যতা সঙ্কটের কারণে নৌ চলাচল বন্ধ থাকায় গত ১ নভেম্বর থেকে বিআইডব্লিউটি এর নির্ধারিত টোল আদায় বন্ধ রয়েছে।এ বিষয়ে বিআইডব্লিউটি এর ইজারাদার প্রতিনিধি বলেন, উক্ত বাদিং চার্জ পয়েন্টটির নদী পথে বিভিন্ন জায়গায় চর থাকায় নৌচলাচল বন্ধ হওয়ায় গত ১ নভেম্বর থেকে সরকার নির্ধারিত টোল আদায় বন্ধ রয়েছে। উক্ত পয়েন্ট টি খননের জন্য বিগত ১৮অক্টোবর বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বরাবরে আবেদন করলেও এখন পর্যন্ত কোন সুরাহা না হওয়ায় ইজারাদাররা মারাত্মক আর্থিক সংকটে রয়েছেন।
এ ব্যাপারে বিআইডব্লিউটি এর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা সুব্রত দাস দৈনিক জালালাবাদকে বলেন, উক্ত বাদিং চার্জ পয়েন্টটির ড্রেজিংয়ের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ হয়েছে। যেসব জায়গায় চর দেখা দিয়েছে শীঘ্র্ই সেসব স্থানে খণন করা হবে।