ছাতকে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৬:৩০:৪০ অপরাহ্ন
ছাতক সংবাদদাতাঃ সুনামগঞ্জের ছাতকে “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শহরের শহীদ মিনারের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন, দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভাসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিহা মুস্তারি, এস এস কে এস ম্যানেজার স্বপ্না বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সামাদ, সদস্য ও নারীনেত্রী শিখা দে, নাসির উদ্দিন। এসময় সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার রবিউল ইসলাম জুয়েল, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন খান, ইউ এস এইড এর কো-অর্ডিনেটর আলাল উদ্দিন, ইসলামি ব্যাংক ছাতক শাখা কর্মকর্তা আবু সুফিয়ান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রত্না রানী, উপজেলা নির্বাহী অফিসের উপ –প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ প্রমূখ।