শাপলা বিল দেখা হলো না তানিমের
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৮:০৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরে শাপলা বিল দেখতে গিয়ে পথেই প্রাণ ঝরল তানিম আহমদ নামে এক যুবকের। শনিবার সকাল ৯টায় যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের বোধন মিয়ার ছেলে। তার আহত সঙ্গির নাম নাহিদ আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম।
নিহত তানিমের বন্ধু মুন্না জানান, শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমরা বন্ধু-বান্ধবসহ রওয়ানা দেই। যাওয়ার পথে সারিঘাট নামক স্থানে দ্রæতগতির একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাহিদ ও তানিম আহত কে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।