ওসমানী বিমানবন্দরে আটক ৪ জনকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৮:০৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ২৬ কোটি টাকার সোনা উদ্ধার ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে চোরাচালান মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের মো. সানু মিয়া (৩৫), মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই এলাকার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মো. আক্তারুজ্জামান (৪০) ও একই উপজেলার চাঁদপুর গ্রামের মিসফাহ মিয়া (৪৯)।
এরআগে শুক্রবার রাতে আটক ৪ জনকে আসামি করে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআইযৌথ অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা মূল্যের ২৮০টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে।