সুনামগঞ্জে ২৯৮ বস্তা ভারতীয় চিনি আটক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৮:২৩:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে অবৈধভাবে আসা ২৯৮ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ১৪ লাখ টাকা। শনিবার গভীর রাতে সদর উপজেলার আব্দুজ জহুর সেতু পারাপারের সময় এসব চিনি আটক করা হয়।
পুলিশ বলছে, অবৈধভাবে চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালি আশরাফ খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুজ জহুর সেতুতে একটি ঢাকা মেট্রো ট্রাক ১৬৮৭৯৬সহ ২৯৮ বস্তা চিনি আটক করা হয়। ভারত থেকে অবৈধভাবে এসব চিনি নিয়ে এসে বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালি আশরাফ খান জানান, ভারত থেকে চোরাইপথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আটকের সময় ড্রাইভারকে পাওয়া যায়নি। চোরাকারবারির নাম জানার চেষ্টা করছি।