গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৮:৩০:৩০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের স্ব স্ব অবস্থান থেকে নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে কাজ করে সুষ্ঠু সমাজ তৈরী করে দেশের উন্নয়ন, অগ্রযাত্রায় অবদান রাখতে হবে।
৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স হলে গোয়াইনঘাটে প্রশাসন ও উপজেলা দুপ্রক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও তাহমিলুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন। কমিটির সভাপতি ইউছুফ কামালের সভাপতিত্বে সচিব আব্দুল মালিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও তানভীর হোসেন, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,প ্রশিক্ষক রহমত উল্ল্যাহ। সভার পূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তাহমিলুর রহমান। সভায় উপজেলার কর্মকর্তা কর্মচারী, নারী সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষক শিক্ষার্থী এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও দুপ্রকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।