সুনামগঞ্জে সম্পদে এগিয়ে মিসবাহ, শিক্ষায় এগিয়ে সাদিক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৯:০১:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৬ জন প্রার্থী। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মহাজোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হন। হলফনামায় তিনি ১২ লক্ষ ৯৪ হাজার ১২২ টাকার সম্পদের উল্লেখ করেছিলেন। এছাড়াও ছিল যৌথ মালিকানায় কৃষি জমি, অকৃষি জমি, বাড়ি। এবার তিনি সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন (যৌথ মালিকানা ছাড়া) ১ কোটি ৯৮ লক্ষ ৩১ হাজার ২৮.১৩ টাকার।
এই আসনে শিক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক এগিয়ে আছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। এছাড়াও বিএনএম,এর দেওয়ান শামছুল আবেদীন, জাসদের আবু তাহের মো. রুহুল তুহিন, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার আছেন প্রতিদ্বন্দ্বিতায়।
হলফনামা অনুযায়ী, পীর ফজলুর রহমান মিসবাহ এমপির সবোর্চ্চ শিক্ষাগত যোগ্যতা এল.এল.এম। পেশায় আইনজীবী বর্তমান এই সংসদ সদস্যর বার্ষিক আয় ৯ লক্ষ টাকা, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পারিতোষিত ৬ লক্ষ ৬০ হাজার টাকা, ভাতা ১৫ লক্ষ ৪২ হাজার টাকা, বিভিন্ন সেমিনার থেকে প্রাপ্ত সম্মানী ১৫ হাজার টাকা ও ব্যাংক সুদ প্রাপ্তি ৬৭ হাজার ২৯৮ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ও স্ত্রী/স্বামীর নামে ১০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২৫ লক্ষ ৫৫ হাজার ২৬.৩ টাকা, স্ত্রী/স্বামীর নামে ৯ লক্ষ ৪ হাজার ২৬.৩৭ টাকা, নির্ভরশীলদের নামে ২ লক্ষ ৫৮ হাজার ৪২৯.৪৩ টাকা। শেয়ার ৮ হাজার ৫২টি ১ লক্ষ ৬৩ হাজার ৩১৪.৩০ টাকা, যান ৮১ লক্ষ ১৩ হাজার ৩৮ টাকা ও ৪১ লক্ষ ১ হাজার ৫৭৬ টাকা। স্বর্ণালংকার ২ লক্ষ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লক্ষ টাকা, আসবাবপত্র ১ লক্ষ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষি জমি নিজ নামে ০.১৭ একর ৩ লক্ষ ৬৩ হাজার টাকা ও ০.০৩ একর ৭ হাজার ৯২০ টাকা, যৌথ মালিকানায় ১০.৩২ একর, অকৃষি জমি রাজউক এর ৩ কাঠার প্লট ৬ লক্ষ ৬০ হাজার টাকা ও যৌথ মালিকানায় ০.২২ একর। যৌথ মালিকানায় আছে দালান ও বাড়ি।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাস্মদ সাদিক’র সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে বাৎসরিক আয় ৭ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা, প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় (স্ত্রী) ৯ লক্ষ ৩৩ হাজার ৬০০, পেশা থেকে আয় ৫ লক্ষ ৯৪ হাজার ৯১০ টাকা, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী হিসেবে প্রাপ্ত ভাতা ৩০ হাজার টাকা, প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় (স্ত্রী) ৪ লক্ষ ৮২ হাজার ২৪৪ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে নগদ টাকা ৩২ লক্ষ ৭৫ হাজার ১ টাকা, স্ত্রী/স্বামীর নামে ৩৪ লক্ষ ৮৯ হাজার ৮৫১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২৩ লক্ষ ৬২ হাজার ৬৬ টাকা ও স্ত্রী/স্বামীর নামে ১ লক্ষ ২২ হাজার ৫১০ টাকা, পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ৮০ লক্ষ ১০ হাজার টাকা ও স্ত্রী/স্বামীর নামে ৮০ লক্ষ টাকা, টয়োটা রাস জিপ : (ঢাকা মেট্রো ঘ১৮৮৭০০) ৩৯ লক্ষ টাকা, স্ত্রী/স্বামীর নামে স্বর্ণালংকার ৫ লক্ষ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকা, স্ত্রী/স্বামীর নামে ১ লক্ষ টাকা, আসবাবপত্র ৭৫ হাজার টাকা ও স্ত্রী/স্বামীর নামে ২ লক্ষ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছেÍ নিজ নামে কৃষি জমি ৪ লক্ষ টাকা ও স্ত্রী/স্বামীর নামে ৫০ লক্ষ টাকা, অকৃষি জমি ১ কোটি ৬৯ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকা ও স্ত্রী/স্বামীর নামে ৬৪ লক্ষ ৭৬ হাজার, দালান ১০ লক্ষ ৯৭ হাজার ৫৫৩ টাকা, এপার্টমেন্ট (১টি) ১ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৭৯৯ টাকা।
স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. এনামুল কবির ইমন’র শিক্ষাগত যোগ্যতা এল.এল.বি অনার্স ব্যরিস্টার বারএটল। এই খাত থেকে তিনি বার্ষিক আয় করেন ২৫ লক্ষ ২০ হাজার ৪০৫ টাকা। প্রার্থীর উপর নির্ভরশীলদের আয় ১২ লক্ষ ২০ হাজার ৪১৫ টাকা এবং এফ ডি আর ৯ লক্ষ ৯৫ হাজার ৮৭২ টাকা ও এফ এস পি ৪ লক্ষ ৭২ হাজার ৮০০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা নিজ নামে ৮৬ লক্ষ ৮৫ হাজার ৪৬ টাকা ও ১২ লক্ষ ৫৮ হাজার ৬১১ টাকা। স্ত্রী/স্বামীর নামে ৩০ লক্ষ ২৫ হাজার ৩৬৬ টাকা ও ১২ লক্ষ ৫৮ হাজার ৬১১ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১০ লক্ষ ৬১ হাজার ৪৭৭.৫৯ টাকা ও ১৮ হাজার ৫৯৪ টাকা। স্ত্রী/স্বামীর নামে ১১ হাজার ৯৯১ টাকা ও ১৮ হাজার ৫৯৪ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত ও তালিকা ভূক্ত নয় কোম্পানীর শেয়ার ৬ লক্ষ ও ২ লক্ষ ৫০ হাজার টাকা। পোস্টাল সেভিং সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ স্ত্রী/স্বামীর নামে এফ এস পি ৪৫ লক্ষ টাকা ও ৪০ লক্ষ টাকা। বাস, ট্রাক মটরগাড়ি মটরসাইকেল ১।