ওসমানীনগর-বিশ্বনাথবাসীর সেবা করতে অতীতের মত আপনাদের সহযোগিতা চাই : ইয়াহ্ইয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৯:০৭:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ে মতবিনিময়কালে সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসন থেকে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী বলেছেন, আপনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ দিনযাবত ওসমানীনগর ও বিশ^নাথবাসীর সেবা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার সর্বোচ্ছ দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার চেষ্টা অব্যাহত রাখছি। আমি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আমার নির্বাচনী এলাকা ওসমানীনগর ও বিশ্বনাথবাসীর সেবা করে যাবো। সেই সেবা অব্যাহত রাখতে অতিথের মত আগামী দিনেও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি গতকাল শনিবার (৯ ডিসেম্বর) মধুবন সুপার মার্কেটস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ের রাগীব আলী ফটো গ্যালারীতে এসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যানির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব, এসোসিয়েশনের সদস্য মামুন হাসান, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আবু বক্কর, এইচএম শহিদুল ইসলাম, আজমল আলী, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রঞ্জিত সিংহ, রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারুক আহমদ, জয়ন্তকুমার প্রমুখ। বিজ্ঞপ্তি