জগন্নাথপুরে বেগম রোকেয়া দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৯:৩৪:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম প্রমূখ।
এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, প্রশিক্ষনার্থী নারীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় সংবর্ধিত ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এবারের নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিক সাফল্যে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের তছর মিয়ার মেয়ে তানজিনা আক্তার তানিয়া, শিক্ষা ও চাকুরিতে সাফল্য পৌর শহরের জগন্নাথপুর গ্রামের আবদুল হাকিমের মেয়ে উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা খানম, সফল জননী জগন্নাথপুর গ্রামের ধনঞ্জয় বণিকের স্ত্রী শিক্ষিকা তুলসী রাণী বণিক, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুনভাবে জীবন সংগ্রামী উপজেলার হাসান ফাতেমাপুর গ্রামের খাজা নুর আহমদ চিশতির মেয়ে খাজা সাহিদা আক্তার চিশতি ও সমাজ উন্নয়নের অবদানে উপজেলার সামাট গ্রামের মৃত আলতাব আলীর মেয়ে আমিরুন নেছা।