জগন্নাথপুরের সাদা মনের মানুষ প্রবীণ সৎ ব্যবসায়ী আবদুল হাসিম আর নেই
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৩, ৯:৩৭:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসা জীবনে সততার দৃষ্টান্তকারী প্রবীণ ব্যবসায়ী সবার শ্রদ্ধেয় ব্যক্তি আমেরিকা প্রবাসী আলহাজ ডা.আবদুল হাসিম (৮০) আর নেই। ৯ ডিসেম্বর দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে সুযোগ্যপুত্র যুক্তরাজ্য প্রবাসী ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আবুল কালাম রাজু সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন সাদা মনের মানুষ সবার কাছে হাসিম ডাক্তার নামে পরিচিত ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ ও বিদেশ সহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না বলেন, ডা.আবদুল হাসিম অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তাঁকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও সম্মান করতেন। উনার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। এ শুণ্যতা কোন দিন পূরণ হওয়ার নয়। আমি উনার রূহের মাগফেরাত কামনা করছি।