মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৫:৩০:৫১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। পৃথকভাবে জেলা প্রশাসন, জেলা বিএনপি ও কৃষকদলের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সদর উপজেলা ইউএনও নাসরিন চৌধুরীসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।
এদিকে, জেলা বিএনপি ও মহিলা দলের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন ও মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর ও জেলা মহিলা দলের সদস্য নেওয়া বেগম শোয়ারা বেগম ও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এদিকে কুসুমবাগ এলাকায় জেলা কৃষকদলের আয়োজনে বক্তব্য দেন জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ সহ অনেকে।