কুলাউড়ায় সাংবাদিকদের সাথে বিদায়ী ইউএনওর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৫:৩২:৫৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। শনিবার রাতে উপজেলা পরিষদস্থ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, শিক্ষক সোহেল আহমদ, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল, নাজমুল বারী সোহেল, আশফাক তানভীর, মহি উদ্দিন ও হাসান মাহমুদ রাজু।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম মছব্বির আলী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক শাহ সুমন, এমএ আহাদ, এস আর অনি চৌধুরী, শামসুদ্দিন বাবু, আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, সৈয়দ মিছবাহ প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকেরা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ইউএনও হিসেবে কুলাউড়া উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা করায় সাধুবাদ জ্ঞাপন করেন।
বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, দায়িত্ব পালনকালে কুলাউড়ার সর্বস্তরের জনগণের যে আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছি তা কোনোদিনও ভুলার নয়। একইসঙ্গে কুলাউড়ার মূলধারার সাংবাদিকরাও পেশাগত দক্ষতা দিয়ে তাকে সর্বক্ষেত্রে সহযোগিতা করায় সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।