গোয়াইনঘাটে কমিউনিটি ক্লিনিক সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৫:৩৮:০৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে ছাতারগ্রাম কমিউনিটি ক্লিনিক সাপোর্ট গ্রুপের সভা রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। আাতিকুর রহমানের সভাপতিত্বে সিএইচসিপি জসিম উদদীনের সঞ্চালনায় সভায় ক্লিনিকের বিভিন্ন সেবা, পুষ্টি স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়। সভায় স্বাস্থ্য সহকারী, প. ক. সহকারী, ওয়ার্ল্ডভিশন কর্মী, এলাকার জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে ক্লিনিকের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন। এছাড়া এলাকার মানুষের চিকিৎসার সুবিধার্থে সপ্তাহে একদিন ক্লিনিকে একজন রেজিঃ চিকিৎসকের মাধ্যমে সেবার সুবিধা প্রদানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার প্রতি আহ্বান জানানো হয়।