সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৫:৪৭:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। আগামীকাল ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৮০০ শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৪৫০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই হল রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভায় এ তথ্য নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা। তিনি জানান, সুনামগঞ্জ জেলায় স্থায়ী, অস্থায়ী কেন্দ্রসহ মোট ২১৭৮ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা জানান, ভিটামিন ‘এ’ প্লাস পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক, মানসিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয়।