এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৬:০৪:৪৫ অপরাহ্ন
মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এর সাধারণ সভা শনিবার সকাল ১১ টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়েছে।প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন এর পরিচালনায় সভার শুরুতে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম কর্তৃক উপস্থাপিত খসড়া গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন, প্রধান উপদেষ্টা মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপদেষ্টা অধ্যাপক রণজিৎ মোহন্ত, সহকারী অধ্যাপক মাধব রায়, সিনিয়র প্রভাষক মহীতোষ তালুকদার, মো. আব্দুল মুমিত চৌধুরী, এডভোকেট শামসুল ইসলাম, মো. আনোয়ার হোসেন রেজা চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খানকে আহবায়ক ও এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনকে সদস্য সচিব এবং মো. এরশাদ আলী, অর্ধেন্দু কুমার দাস, মোহাম্মদ আজাদ উদ্দিন, মো. জয়নাল আবেদীন, এম. নূরুন্নবী জুয়েল, ফৌজিয়া আক্তার মনি, মুহাম্মদ বিন আব্দুর রশীদ, মোস্তাকিম আহমদ কাওছার, বিশ্বজিৎ সরকার, মো. আজাদ উর রহমান, খলিলুর রহমান সাদী-কে যুগ্ম আহবায়ক করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে রিইউনিয়ন আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি