দুর্নীতি বিরোধী দিবসে পালিত দুর্নীতি মুক্তকরণ ফোরামের র্যালী
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৬:০৯:০৪ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১টায় সংগঠনের ওয়ার্ড ও থানা শাখার নেতাকর্মীরা বিভিন্ন প্লেকার্ড-ব্যানার-ফেস্টুন সম্বলিত এক বিরাট র্যালি রাজপথ প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশে মিলিত হন।
বক্তারা ২০০৮ সাল প্রণীত দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন ও স্থগিত হওয়া ৭৮২টি দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তি করা, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের অযোগ্য ঘোষণাসহ বয়কট করা, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা এবং জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জোর দাবী জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডাঃ মখলিছুর রহমান, ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ডঃ রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব, সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ফোরামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অটোরিক্সা শ্রমিক নেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, কেন্দ্রীয় সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, শুভেচ্ছা ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফুর মিয়া, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান, কামরান আহমদ, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নেতা সাংবাদিক শহিদ আহমদ খান সিব্বির, যুব ফোরামের সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, রফিকুল ইসলাম সিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, মহানগর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলাম, শাহজাহান মিয়া, পিয়ার হোসেন, যুবনেতা মুক্তাদির কিবরিয়া সিরাজী, রতন তালুকদার, অপু দাস, মাওলানা শফিকুর রহমান, সাজ্জাদুর রহমান জুম্মান, রফিকুল ইসলাম রফিক, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, সুবল কান্তি পাল এডভোকেট, অরুন চন্দ্র নাথ এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি