মানবাধিকার দিবসে আইনজীবী ফোরামের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৮:০৫:২৪ অপরাহ্ন
সরকার দেশজুড়ে অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে রোববার বেলা ২টায় সিলেট নগরীর নাগরী পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকার গুম, খুন ও জেল-জুলুমের মাধ্যমে দেশজুড়ে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে, মানুষ এর থেকে পরিত্রাণ চায়। বক্তারা বলেন, একটি প্রহসনের নির্বাচন আয়োজন করার মধ্য দিয়ে এই সরকার তার ফ্যাসিস্ট চেহারা বিশ্ববাসীর সামনে নতুন করে উন্মোচন করছে।
সিনিয়র এডভোকেট আশিক উদ্দিন আশুকের সভাপতিত্বে ও এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইয়াসির আরাফাত, এডভোকেট মিজানুর চৌধুরী, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, এডভোকেট মির্জা হোসাইন, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট রব নেওয়াজ রানা, এডভোকেট মুহিদুল হক, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, এডভোকেট শামিম আহমদ, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট গোলাম আজম, এডভোকেট মনজুর ইলাহি সামি, এডভোকেট মো. আব্দুল হাই রাজন, এডভোকেট সৈয়দ দেলোয়ার হোসাইন, এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি