সিলেট ইন্টারন্যাশনাল লিট-ফেস্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৮:১৩:১৯ অপরাহ্ন
পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের উদ্যোগে সিলেটে অনুষ্ঠিত হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল লিট-ফেস্ট ২০২৩।শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্যের এই মিলনমেলায় দেশের কবি সাহিত্যিকের সরব উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।সমাজসেবক বেগম শামসুন্নাহার মিনুর সভাপতিত্বে ও প্রভাষক মাহফুজা খানম এবং আহমাদ সালেহ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রতিবারের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে বাংলা সাহিত্যের কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের সংবর্ধিত ও অ্যাওয়ার্ড প্রাপ্ত অতিথিদের মধ্যে ছিলেন কবি ও গবেষক এ কে শেরাম। অনুষ্ঠান উদ্বোধন করেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কবি রিপন মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গবেষক এ কে শেরাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ মিহিরকান্তি চৌধুরী।বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি এনায়েত হাসান মানিক, মুক্তিযুদ্ধ গবেষক ও ছড়াকার আল আজাদ, শিক্ষাবিদ ড. মোস্তাক আহমদ দীন, কবি পুলিন রায়, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সমাজসেবক বুরহান হোসেইন, আমিনুল হক চুন্নু, গল্পকার সেলিম আউয়াল, শিরিন উসমান, কন্ঠশিল্পী মালতি পাল, কবি বিদু ভূষন ভট্টাচার্য্য, নাট্যকার বাবুল আহমদ, গবেষক বাছিত ইবনে হাবিব, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, লেখক মুয়াজ আফসার, সন্তু চৌধুরী, ঋষি কেশ সংকর, আজম আলী, ছয়ফুল আলম পারুল, উত্তম কুমার, ইছমত আরা মুক্তা, চন্দন দেবনাথ, গোপেশ সূত্রধর, আনোয়ার হোসেন মিসবা, হুসনে আরা কলি, মাসুদা সিদ্দিকা রুহী, কবি শান্তা কামালী, মুন্নি আক্তার, ইশরাক জাহান জেলি, শিপারা শিপা, শুকরানা বেগম, লুৎফুর রহমান তারেক, নওশাদ আহমদ, বিমান বিহারী, অনিক প্রধান, জাকির হোসাইন, জুঁই ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে প্রকাশিত সাময়িকী এর মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি