ভ্যাট প্রদানের স্বীকৃতি পেল লাফার্জহোলসিম
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৮:২৫:০০ অপরাহ্ন
সিলেট বিভাগে উৎসে ভ্যাট কর্তন এর জন্য স্বীকৃতি পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রোববার সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী কোম্পানিগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়। সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে আয়োজিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খানের নিকট থেকে লাফার্জহোলসিম বাংলাদেশ এর পক্ষে পুরষ্কার গ্রহন করেন কোম্পানিটির প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী।