কুলাউড়ায় রেডস-এর বৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ৭:৩৫:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার শিক্ষা উন্নয়নমূলক সামাজিক সংগঠন রুরাল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (রেডস)-এর আয়োজনে ৭ম বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চ বিদ্যালয় ও ভাটেরা ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত বৃত্তি পরীক্ষায় প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকসহ মোট ৩টি ক্যাটাগরিতে কুলাউড়া উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রেডস-এর সভাপতি নোমান আহমদ জানান, চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রেডস বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং আগামী জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হবে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত রেডস তার ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মহলের প্রশংসা অর্জন করে এ কার্যক্রম চালিয়ে আসছে বলে জানান তিনি।