জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ৯:০৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএনপির চলমান আন্দোলনে নিষ্ক্রিয়তার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে জেলা কৃষকদলের নতুন কমিটি শীঘ্রই গঠন করা হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।
রোববার কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংগঠনিক শৈথিল্য ও নিষ্ক্রিয়তার কারণে সিলেট ও ঝিনাইদহ জেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে কৃষক দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। শহিদ আহমদ চেয়ারম্যানকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা তাজরুল ইসলাম তাজুলসহ ৫১ জন ওই কমিটিতে স্থান পেয়েছিলেন।