গোয়াইনঘাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৬:৩৩:০১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল ৯টার পূর্বেই বিভিন্ন টিকাকেন্দ্র শিশুদের নিয়ে অভিভাবকরা ভীড় জমান। গোয়াইনঘাটের ১৩ ইউনিয়নে ২১৯ টিকাকেন্দ্রে খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
ইপিআই কর্মকর্তা উমর আলী জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ছিল ৬ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৫ হাজার ৮৭২ জনকে। এ ছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর টার্গেট ছিল ৪৯ হাজার ৭৬৮ জন। এর মধ্যে ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৪৮ হাজার ৩৭৬ জন শিশুকে। মোট ৯৭% শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানান তিনি।