লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৬:৪০:৫৩ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালন করেছে লিডিং ইউনিভার্সিটি। মঙ্গলবার সকালে খতমে কোরআন, সকাল সাড়ে ১০টায় মরহুমার কবরে রাগীব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং কবরস্থান সংলগ্ন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল কাদির।
লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারী ১ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মূল্যায়ন ও স্মৃতিচারণ মূলক স্মারক ‘আলোর দিশারী রাবেয়া’ এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃক প্রকাশিত’ মানব সেবায় অনন্য প্রাণ এক নারী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাগীব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সাদিকা জান্নাত চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন, সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা শুয়েব আহমেদ, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরী, লেখক একে আজাদ চৌধুরী, কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, সৈয়দ মোজাহিদ আলী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.কে.এম. দাউদ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. তারেক আজাদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস্য দেওয়ান সাকিব আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি