এস.আইইউ’তে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৬:৪৪:১৮ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৪৫-তম একাডেমিক কাউন্সিল সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সভাপতি প্রফেসর ড. মো: আশরাফুল আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, প্রফেসর মোঃ রাশেদ তালুকদার, গণিত বিভাগ, শা.বি.প্র.বি, প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, সমাজ বিজ্ঞান বিভাগ, শা.বি.প্র.বি, অধ্যাপক ড. মোঃ আবুল ফতেহ, ডিন, মানবিক অনুষদ, মোঃ মাহমুদুল হাসান খান, ডিন, আইন অনুষদ, নঈমা মাসউদ নীলা, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, এম.এ.জি আসিফ, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সি.এস.ই বিভাগ, স্বাতী রানী দেবনাথ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), নূসরাত মাহমুদ চৌধুরী, সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), এস.আই.ইউ। সভায় একাডেমিক সংশ্লিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি