রফিকুল হক ফাউন্ডেশনের মেধা অন্বেষণ প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৭:৪৪:০৩ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি : মাওলানা রফিকুল হক ফাউন্ডেশনের ১ম মেধা অন্বেষণ প্রতিযোগিতা গত সোমবার কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ২১৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৫ম ও ৮ম শ্রেণির স্কুল ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
ফাউন্ডেশনের সচিব কানাইঘাট সরকারি কলেজের শিক্ষক মোঃ ফয়ছল উদ্দিন বলেন, মাওলানা রফিকুল হক ফাউন্ডেশনের ১ম মেধা অন্বেষণ প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তীতে অনুষ্ঠানের পুরষ্কার প্রদান করা হবে। ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির সকল সদস্য বৃত্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে উপস্থিত ছিলেন।