এনজেএল’র ফ্রি ইএনটি অপারেশন
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৭:৫২:৪৯ অপরাহ্ন
এনজেএল ইএনটি সেন্টারের ও এনজেএল ফাউন্ডেশন উদ্যোগে ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ফ্রি ইএনটি অপারেশন। এতে অসহায় গরীব রোগীদের নাক-কান-গলা রোগের যে কোন অপারেশন বিনামূল্যে করে দেয়া হবে। যারা দীর্ঘদিন থেকে নাক-কান-গলা’র রোগে ভুগছেন এবং টাকার অভাবে অপারেশন করাতে পারছেননা সমাজের সুবিধা বঞ্চিত সেইসব মানুষদের জন্য এ আয়োজন।
আগ্রহী রোগীদের এনজেএল ইএনটি সেন্টার ১৫ কাজলশাহ, সিলেট ফোন- ০১৭৬৭২২৮৮৪৪ এই ঠিকানায় যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নাম রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানিয়েছেন এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইএনটি সার্জন বিভাগীয় প্রধান, ইএনটি, সিওমেক ডা.নূরুল হুদা নাঈম ও সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার। বিজ্ঞপ্তি