সিলেটে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার উদ্বোধন কাল
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫:৪৭ অপরাহ্ন
আগামীকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে ‘টাইপ ১ ডায়াবেটিস কর্নার’-এর উদ্বোধন এবং দুপুর ১২ টায় টাইপ-১ ডায়াবেটিক ম্যানেজমেন্ট এর উপর সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজর্ষী দে সরকার, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার, নভো নরডিস্ক, বাংলাদেশ, ডা. বেদৌরা জাবীন, কনসালটেন্ট, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোরজিস্ট, পরিচালক, বাডাস পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। টাইপ-১ কর্ণার এর উদ্বোধন শেষে ডায়াবেটি সমিতির সভাকক্ষে টাইপ-১ ডায়াবেটিক ম্যানেজমেন্ট একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব ও সাধারণ সম্পাদক লোকমান আহমদ এক যুক্ত বিবৃতিতে উক্ত উদ্বোধন অনুষ্ঠান ও সেমিনারে অংশ গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।