অবরোধের ১ম দিন : নগরে যান বাড়লেও বন্ধ ছিল বাস
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৮:০৫:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চার দিন বিরতির পর মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের ১ম দিন সিলেটে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন স্পটে বিএনপি অঙ্গ সংগঠন ও জামায়াতের উদ্যোগে পৃথক পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধের ১ম দিনে সিলেট থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আন্তঃজেলা রোডে বিকেলের দিকে দুয়েকটা বাস চলাচল করলেও যাত্রী কম থাকায় সীমিত সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। তবে মঙ্গলবার সকালের দিকে নগরীতে যান চলাচল কম থাকলেও বিকেলের দিকে নগর এলাকায় ছোট ছোট যান চলাচল কিছুটা বেড়ে যায়। সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট গাড়ী চলাচল ছিল চোখে পড়ার মতো।
সুনামগঞ্জ থেকে আসা যাত্রী এমএম ইলিয়াস আলী দৈনিক জালালাবাদকে বলেন, আমি সকাল ১১টার দিকে সুনামগঞ্জের মদনপুর দিরাই রাস্তা থেকে বাস না পেয়ে সিএনজি অটোরিক্সা দিয়ে প্রথমে গোবিন্দগঞ্জ আসি। এরপর গোবিন্দগঞ্জ থেকে লেগুনায় আসি মদীনা মার্কেটে। এতে তাকে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি অনেক সময় ব্যয় করতে হয়েছে।
তেমনীভাবে নগরীর শাহাব উদ্দিন নামের এক যাত্রী ঢাকা যাওয়ার জন্য দুপুরের দিকে কদমতলী টার্মিনালে যান। সেখানে বাস না পেয়ে একটি মাইক্রোতে ভৈরব যাওয়ার জন্য উঠেন। সেখান থেকে আরেকটি মাইক্রোতে ঢাকা রওয়ানা দিয়েছেন বলে জানান।
জানা গেছে, দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও তার সমমনা দলগুলো। ২৮ অক্টোবরের মহাসমাবেশের প্রায় ৪৩ দিন পর ঢাকাসহ সারাদেশের জেলা শহরে মানববন্ধনের মাধ্যমে রাজপথে ফিরেই গত রোববার ১১তম দফায় অবরোধের ডাক দেয় বিএনপি ও তার নেতৃত্বাধীন সরকারবিরোধী পক্ষ। এর আগে ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৬টায় ১০ম দফার অবরোধ শেষ হয়। সেদিন পর্যন্ত ২১ দিন অবরোধ ও ৪ দিন হরতালও করেছে বিএনপি-জামায়াত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ৩৬ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান জানান। এদিন এক বিবৃতিতে ৩৬ ঘন্টার অবরোধ সফলের আহ্বান জানিয়ে বিবৃতিতে দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।