কুলাউড়ায় নবাগত ওসির যোগদান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৪:৫৫:৪৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ। মঙ্গলবার রাতে তিনি থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনুর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ওসি আলী মাহমুদ এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অধিবাসী মোহাম্মদ আলী মাহমুদ শিক্ষাজীবন শেষ করে ২০০০ সালে পুলিশে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন সময়ে সিলেট ও ঢাকার বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিলেটের কোতোয়ালি থানা থেকে বদলি হয়ে মঙ্গলবার রাতে তিনি কুলাউড়া থানায় ওসি পদে যোগদান করেন। কুলাউড়ায় দায়িত্ব পালনকালে নবাগত ওসি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।