দোয়ারায় আল মদিনা একাডেমির কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৫:১০:৪৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস বলেছেন, আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস সঞ্চার করবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নরসিংপুরের আল মদিনা একাডেমির বার্ষিক মূল্যায়ন অভীক্ষার ফলাফল প্রকাশ ও কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি এ.কে.এম. মহিবুর রহমান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন অতিথিবৃন্দ। তাছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে গ্রাজুয়েশন সম্মাননা স্মারক উপহার তুলে দেন একাডেমি কর্মকর্তাগণ।
কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হাসান’র অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করেন শিক্ষক গোলাম সামদানী সুমন, জুয়েল আহমদ, নিলুফা আক্তার, রুমেনা বেগম, আফয়িদা বেগম, কুলসুমা আক্তার, ইয়াকুব আল হাসান, আফসারা বেগম তামান্না, জাবেদুল হাসান ও হানিফা জান্নাত বুশরা।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য মাষ্টার আব্দুল আউয়াল, নসকস সভাপতি শফিকুল ইসলাম, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সানোয়ার হোসাইন, অভিভাবক ডাঃ আলাউর রহমান, আবিদ রনি, ইসমাইল হোসাইন সানী, রিয়াজুল ইসলাম প্রমুখ।