সুনামগঞ্জে অবাধে আসছে ভারতীয় চিনি
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে অবাধে চোরাইপথে আসছে ভারতীয় চিনি। গভীর রাতে আব্দুজ জহুর সেতু দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে এসব চিনি। রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি রাতে কোটি টাকার চিনি পাচার হলেও আটক হয় কম।
জানা যায়, গভীর রাতে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা কোটি টাকার চিনি ভারত থেকে আনে। এসব চিনি ট্রাক বোঝাই করে আব্দুজ জহুর সেতু হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। পাচারকালে উঠতি বয়সের কিছু যুবকের সহায়তায় হাছনরাজা তোড়ন পর্যন্ত পৌঁছে দেয়া হয় ট্রাক। বিনিময়ে তারা পায় নগদ টাকা। আরেক শ্রেণীর লোক ট্রাক থেকে চিনি লুট করতে পথে ট্রাক আটকে দেয়। টাকা দেয়ার পর তারাও ছেড়ে দেয়। শুধু সড়ক পথে নয়, নদীপথেও চলে চিনি পাচার। জামালগঞ্জের রক্তি নদী হয়ে সুরমায় ঢুকে পৈন্দা নদী হয়ে দিরাই, শাল্লা, আজমিরিগঞ্জ পৌঁছে নৌকা। পথে পথে তাদের কন্ট্রাক্ট করেই চলে নিরাপদ নদী পথে এসব চিনি।
সুনামগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জে ১৯২.৯ মেট্রিক টন চিনি জব্দ করা হয়, যার বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৯৪ হাজার টাকা। সেইসঙ্গে ১৯৭ জন চোরাকারবারিকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, চোরাচালানের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।