জগন্নাথপুরে ২৭ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৫:৫৫:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় ২৭ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভা ভবন প্রাঙ্গণে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর কামাল হোসেন, ডা.তানজিম হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শিক্ষক রুহুল আমিন, স্বাস্থ্যকর্মী রায়হান ভূইয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আরা আশা জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২১৭টি কেন্দ্রের মাধমে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।