জামালগঞ্জে নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:০২:৩৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগে নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জামালগঞ্জ সরকারী কলেজের শ্রেণীকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ পিএফজির সমন্বয়ক মিসবাহ উদ্দিন। এম. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জণ দে। বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক, কলেজের সহকারী অধ্যাপক মীর মোশারফ হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক আবু ওয়াবাইদা নাদিম, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আঞ্চলিক সমন্বয়ক তামিম রহমান চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথ মোবিলাইজেশন অফিসার মো. মসিহুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সিদ্দিকা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মাহফুজা।
এ উপলক্ষে জামালগঞ্জ সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়। সর্ব্বাচ্চ নাম্বারপ্রাপ্ত প্রথম তিন জনকে সম্মাননা ক্রেস্ট ও বাকি সাত জনকে মেডেল পুরস্কৃত করা হয়। অলিম্পিয়াড এ অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।