শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে দুর্নীতি মুক্তকরণ ফোরামের কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৬:০৮:২৭ অপরাহ্ন
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের বিভিন্ন কর্মসূচী গ্রহল করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। সকাল ৮.৩০ মিনিটে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন স্মৃতিসৌধে জমায়েত, ফাতেহা পাঠ, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন। সকাল ৮.৩০ মিনিটে জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস গলির সামনে জমায়েত। র্যালি সহকারে চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ। সকাল ১০টায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এমএজি আতাউল গণি ওসমানীর কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
উপরোক্ত কর্মসূচিতে সফল করে তোলার জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব এই আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি