‘দিন বদলের গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ৭:৪৭:৩৪ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে মঙ্গলবার সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবি নূর মোহাম্মদ চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘দিন বদলের গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কবি মোঃ আমিনুল ইসলাম।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, গ্রন্থের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক কামরুল আলম। অনুষ্ঠানে অনুভূতি বক্তব্য করেন ‘দিন বদলের গান’ কাব্যগ্রন্থের লেখক কবি নূর মোহাম্মদ চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, আল আরাফাহ ইসলামি ব্যাংকের দক্ষিণ সুরমা শাখার ম্যানেজার নুরুল আম্বিয়া চৌধুরী, সাবেক ইউপি মেম্বার আহমেদ কবির রিপন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি মকসুদ আহমদ লাল, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, উদ্দীপন একাডেমির শিক্ষক রাসেল আহমদ, রাগীব রাবেয়া জামেয়া ধুপাগুলের শিক্ষক মোস্তাফিজুর রহমান খান টিপু, মেডিক্যাল প্রমোশন অফিসার আব্দুস শহিদ। অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাবেদ বিন কিবরীয়া চৌধুরী। বিজ্ঞপ্তি