তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনাণী
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৫:৩০:১৬ অপরাহ্ন
তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবেই কাজ করে যাচ্ছে। এখন সেবার মান বাড়াতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। একইসাথে সেবা গ্রহিতাদেরও আরো বেশি আগ্রহী হতে হবে। সেবা সম্পর্কে বেশি করে তথ্য জানতে হবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং সেবা গ্রহিতাদের মধ্যে একটি মেলবন্ধন প্রয়োজন।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলার অন্তর্গত এডভোকেসি নেটওয়ার্ক কমিটিসমূহের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনাণী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত গণশুনানীতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক তাজুল ইসলাম বাবুল। সিলেট সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক শাহিনা আক্তার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ ও যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. আমান উল্লাহ দরজী।
গণশুনানী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মো. রেণু, দৈনিক জৈন্তাবার্তা’র সম্পাদক ফারুক আহমদ, আইডিয়ার এইচআর এন্ড লজিস্টিক ম্যানেজার সুষমা ভট্টাচার্য্য, সিলেট সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি শিরিন আখতার, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক এম এ হালিম, ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান প্রমুখ। বিজ্ঞপ্তি