শুক্রবার শতাধিক এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৮:২৬:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জরুরী মেরামত, সংরক্ষণ কাজ ও সঞ্চালন লাইনের উপর থেকে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের শাহজালাল উপশহর, যতরপুর, সোবহানীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাষ্টঘর, হকার্স মাকেট, কালিঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, ধোপাদিঘীরপার, চারাদিঘীরপার, কুমারপাড়া, মিরবক্সটুলা, মিরাবাজার, কাজীটুলা, জিন্দাবাজার, তাতিপাড়া, চৌহাট্টা, বারুতখানা, নয়াসড়ক, জেলরোড, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপার, মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, কোতোয়ালী থানা, লালদিঘীর পার, নাইওরপুল, শাহী ঈদগাহ্, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর, মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, আরামবাগ, বালুচর ও এমসি কলেজের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অপর এক বিজ্ঞপ্তিতে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার জানান- শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হোসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকরঘাট, নবাব রোড, ঘাসিটুলা, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পার, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মমিয়ী খন্তি, সুবিদবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন দুই নির্বাহী প্রকৌশলী।