হাবিবের প্রার্থীতা বৈধ, জাপা’র আতিকের আবেদন খারিজ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৩, ৮:৩৩:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আড়াই বছর আগের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন জাপা প্রার্থী আতিকুর রহমান আতিক। আগের সেই ইস্যুটি এবারের নির্বাচনেও টেনে আনলেন তিনি।
এনিয়ে গত রোববার হাবিবের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেন আতিক। তিনি দাবি করেন- সিলেট-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিকত্ব ত্যাগ না করেই এবারো এমপি প্রার্থী হয়েছেন। নির্বাচন কমিশন আইনে আছে দুই দেশের নাগরিক হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না, তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন তিনি।
এদিকে জাপা প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সুরাহা করতে বৃহস্পতিবার শুনানি করেন ইসি কর্মকর্তারা। বেলা ১১টা ৩৬ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে হাবিবের প্রার্থীতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা দেয়।