যাদুকাটা থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৩ চোরাচালানী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ৭:০৮:২২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী থেকে প্রায় দু’কোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের পণ্য, একটি নৌকাসহ তিন চোরাচালানীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়া (৫৫) ও তার ছেলে হাবিবুর রহমান (২১) এবং একই ইউনিয়নের ঢালারপাড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক আহমেদ (২০)।
পুলিশ জানায়, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীনের নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানীসহ ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কার্টুন, এমজি ১৭৫ পিস থান কাপড়, জনসন সফ ১৮ কার্টুন, ভেসলিন ক্রিম ৩২ কার্টুন, শার্ট ৮০ পিস, সানমেক্স ১১৬ পিস থান কাপড়, জনসন বেবি শেম্পু ১৬ কার্টুন, ফ্রেম ক্রিম ১১ কার্টুন, মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিস, একটি মোবাইল ফোনসহ একটি কাঠবডি নৌকা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শ ৬০ টাকা।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, এর পূর্বে অবৈধভাবে ভারত থেকে আসা এত বড় চোরাচালান পণ্য জব্দ হয়নি। আটককৃত পণ্যের দাম সঠিকভাবে জানা না থাকায় আনুমানিক ধরেছি, তবে এসব পণ্যের মূল্য প্রায় দু’কোটি টাকা হবে। এ ঘটনায় আটককৃত তিনজনকে আসামি করে একজনকে পলাতক দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) নাসিম উদ্দিন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চোরাচালান রোধে আমাদের অভিযান সব সময় অব্যাহত আছে আর থাকবে।