মৌলভাবাজারে তাহরিকে খাতমে নুবুওয়াতের তাফসির মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ৭:৫৯:২০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশের আমীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, দেড় হাজার বছর আগে আবু জেহেল, উৎবা, সায়বা, মুগিরা ও আবু লাহাব-রা ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু তারা কুরআন শুনতে মজা পাইতো। তিনি বলেন, আমার আফসোস হয়, বাংলাদেশে মুক্ত চিন্তার নামে, বুদ্ধিজীবী নামের এমন কিছু মানুষ আছে, তারা ইসলাম গ্রহণ করতে চায় না, কুরআনও শুনতে চায় না। ওদের কাছে কুরআন মজিদ ভালো লাগে না। তাদের ভালো লাগে রবীন্দ্র সংগীত, স্যামা সংগীত ও কবিতা পাঠ।
শুক্রবার বাদ জুমআ’ মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটে তাফসীর মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ, যুক্তরাজ্য শাখা ও ইনসানিয়া ট্রাস্টের আয়োজনে এ তাফসীর মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল বেলা ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হয়। মাহফিল শুরুর আগে উপস্থিত জমায়েতে এসে জুমআর নামাজ পড়ান ড. এনায়েত উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিছুল মুফাসসির’র জেলা সভাপতি মাওলানা আব্দুল হক, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানসহ অনেকে। মাহফিলে প্রায় ৪ হাজার মুসল্লী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি