দক্ষিণ সুরমায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৩, ৮:০০:৫৫ অপরাহ্ন
আগামী ২০ ডিসেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুলে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহিদুর রহমান শাহীন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক সদস্য মইনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলী রাজা, রফিকুল ইসলাম, আব্দুর রব, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক বশির আলী, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, কামাল উদ্দিন রাসেল, তোয়াজিদুল হক তুহিন চেয়ারম্যান, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক উদ্দিন আহমদ, বন ও পরিবেশ সম্পাদক জালাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলী আহমদ, সদস্য খিজির খান, সেলিম আহমদ, নুরুজ্জামান তালুকদার, লিয়াকত আলী, কালাম হোসেন, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আব্দুস সালাম সোহেল, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল টিপু, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, লায়েক আহমদ জিকু, সালেহ আহমদ শাহীন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ।
সভায় আগামী ২০ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা মার্কজ পয়েন্টে সকল নেতাকর্মীকে জমায়েত হয়ে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে মিছিল সহ মাদরাসা মাঠে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি