বিজয়ের ৫৩ বছর পদার্পণে শিবিরের র্যালী
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৫:৫১:১২ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন, জাতির বীর সন্তানদের অসামান্য ত্যাগ ও রক্তের সাগর পেরিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন মানচিত্র। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিজয়ের ৫৩ বছর পদার্পণ করে আজ আমাদের প্রিয় মাতৃভূমি পরাধীনতার শিকলে আবদ্ধ। ফ্যাসিষ্ট আওয়ামি সরকার দেশের জনগণকে জিম্মি, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে বাজার জিম্মি ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে আছে। ব্যাংকের রিজার্ভ তলানীতে। দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ আজ দেউলিয়াত্বের দিকে এগোচ্ছে। জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার সকালে মহান বিজয় দিবসের ৫৩তম বছরে পদার্পণ উপলক্ষে ছাত্রশিবির সিলেট মহানগরী আয়োজিত বর্ণাঢ্য র্যালী পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারি শরীফ মাহমুদের পরিচালনায় র্যালীটি নগরীর শাহী ঈদগাহ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিজ্ঞপ্তি