শাহজালাল জামেয়ায় বিজয় দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৫:৫৫:১৫ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম বিজয় দিবস গত শনিবার পালিত হয়। সাংস্কৃতিক কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মাওলানা আবুল হাসনাত বেলাল এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে ৩য় শ্রেণির শিক্ষার্থী মারিয়াম মুত্তাকী। এর আগে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও শিক্ষকগণের উপস্থিতিতে সুর্যোদয়ের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে স্কাউট দল অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, বালিকা শাখার কলেজ ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক বালিকা শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার, সিনিয়র শিক্ষক আব্দুর রব এবং মোঃ মুহিব আলী প্রমূখ। বক্তারা তাদের আলোচনায় ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রকৃত স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল তাঁর সমাপনী বক্তব্যের আগে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি