ছাতকে বিজয় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:১২:২৩ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সতেরো শিখায় পুষ্পস্তবক অর্পণ, সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান, শান্তির পায়রা উড়ানো, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, খেলাধুলা, জাতীয় পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা কর্মসূচী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, ইউআরসি মোস্তফা আহসান হাবিব ও তথ্য আপা সাবিহা মুস্তারির যৌথ পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া প্রমূখ।