মহান বিজয় দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের র্যালী
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:১৬:৫৬ অপরাহ্ন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: ৫০) উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার সকালে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বাবনা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রইছ আলীর সভাপতিত্বে ও আসলাম আলীর সঞ্চালনায় র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা গোলাবুর রহমান, দক্ষিণ সুরমা থানা সহ-সভাপতি বিলাল মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি