শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:২১:০৯ অপরাহ্ন
ইসলামী চিন্তাবিদ ও শিক্ষানুরাগি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জল দিন। ৭১ এর এই দিনে বাংলাদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশে^র বুকে পরিচয় করে দিয়েছে। আমরা দিন দিন বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দিকে ধাবিত হলেও নানা প্রতিবন্ধকতার কারণে জাতি বিজয়ের প্রকৃত সুফল থেকে বঞ্চিত। দুর্নীতি-লুটপাট, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করতে শিক্ষার্থীরকে দৃঢ় শপথ নিতে হবে। প্রজন্মকে নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা নাজিরেরগাঁও শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামেয়ার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনাইদ আল-হাবিবের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান ও হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার হোসাইন আহমদ, জামেয়া পাঠানটুলার আরবী প্রভাষক মাওলানা কমর উদ্দিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম আবুল হোসেন শরীফ, জামেয়া নাজিরেরগাঁও শিক্ষক মাহমুদ হোসাইন, মাওলানা আজিজুর রহমান আজিজ, মাওলানা সিদ্দিকুর রহমান, মতিউর রহমান, খোরশেদ আলম মহসিন, ইমরান আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, আলা উদ্দীন ও মাওলানা আব্দুল খালিক প্রমূখ। বিজ্ঞপ্তি