নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সুনামগঞ্জের ৩ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৪৯:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদাতা: সুনামগঞ্জে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী। সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী নজরুল ইসলাম, ৫ আসনে ইয়াকুব আলী ও সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়।
নির্বাচন কমিশনে আপিলের পরে বৈধ প্রার্থী ৩৩ জন ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার বেলা ১১টায় তিন জন প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে মোট প্রার্থী ৩০ জন। মনোনয়নপত্র দাখিলের সময় মোট প্রার্থী ছিলেন ৪১ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদ পড়েন আট জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর জানান, এখন পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।