গোয়াইনঘাটে বিজয় দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫১:১২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে গোয়াইনঘাটের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির পরপরই ৭১ এর বীর শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পরিষদ, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, বিভিন্ন সরকারী দপ্তর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে দিনভর পালিত হয় বিভিন্ন কর্মসূচি। সকাল ৮টায় সরকারী মডেল উচ্চবিদ্যালয় মাঠে পুলিশ আনসার ভিডিপি স্কুল কলেজের শিক্ষার্থী, কাব, স্কাউট দলের কুচকাওয়াজ, একই মাঠ থেকে অনুষ্ঠিত হয় বিজয় র্যালী, মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে পিঠা উৎসব, সকাল ১০ টায় মুক্তমঞ্চে দিবসের আলোচনা, ১১টায় একই মঞ্চে মহিলা বিষয়ক কার্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ জোহর মসজিদে বিশেষ মোনাজাত, বিকেল ৩ টায় প্রীতি ফটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ইত্তেহাদুল উম্মাহ একাডেমী আয়োজন করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, কুইজ, প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ ছাড়া ইফার সকল কেন্দ্রে পতাকা উত্তোলন দোয়া ও শিরনী বিতরণ করা হয় এবং ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।