দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫৪:৪৫ অপরাহ্ন
একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব পালন করেছে মহান বিজয় দিবস।
বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দক্ষিণ সুরমা প্রেসক্লাব শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা চত্বরের শহীদ মিনারে প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহ সভাপতি শিপন আহমদ, কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহেদ আহমদ শান্ত, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, সদস্য রফিক আহমদ সহ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি